চির বিদায় হে বীর,এ বাংলা ভুলবেনা আপনাদের ।।Dangerous Force

বীর প্রতীক মুক্তিযোদ্ধা তারামন বিবি চলে গেলেন না ফেরার দেশে।তার মৃত্যুতে ডেঞ্জারাস ফোর্স পরিবার হতে গভীর শোক প্রকাশ করছি।

এই কিংবদন্তী নারী মুক্তিযোদ্ধা দের জন্য রান্না করতেন।এবং এক পর্যায়ে সেক্টর কমান্ডার তার সাহসিকতায় মুগ্ধ হয়ে সরাসরি তার হাতে অস্ত্র তুলে দেন লড়বার জন্য।এবং তিনি ছদ্মবেশী রুপে পাকিস্তানি বাহিনীর খবরাখবর মুক্তিযোদ্ধা দের কাছে পৌছিয়ে নিজের বীরত্ব এবং সাহসিকতার প্রকাশ করেছিলেন।

দীর্ঘদিন যাবত শাসকষ্ট এবং হার্টের রোগে তিনি ভোগেন।বিগত রাত প্রথম প্রহরে তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন।আজ দুপুরে তাকে রাষ্ট্রীয় সম্মানে সমাহিত করা হয়।বিজয়ের নতুন মাসেই চলে গেলেন হাজারো বাঙ্গালিকে কাদিয়ে।

তারামন বিবি ১১ নাম্বার সেক্টরে যুদ্ধ করেন।ডেঞ্জারাস ফোর্স পরিবার শোকাহত,,,শোকাহত গোটা বাঙ্গালি জাতি।আল্লাহ তায়ালা এই বীর মুক্তিযোদ্ধাকে জান্নাতুল ফিরদউস দান করুক।


Rest In Peace Taramon Bibi
Love,Respect dedicated to all fighters of Libation War

Post a Comment

0 Comments