প্রশ্নটা ছিল:যখন কাওকে অতি মাত্রায় মিস করা হয়, এবং তার সাথে কন্টাক্ট করার কোনো রাস্তা ই নেই,তখন আমার কি করা উচিত?
উত্তরটা দিয়েছেন:Md Sakil Ahmed(দাদাভাই♥)
উত্তর:যখন কাউকে অতিমাত্রায় মিস করতেছেন তার মানে আপনি তার উপর অতিমাত্রায় আবেগ প্রবণ, সে যে ই হোক, এটাকে ভালোবাসা বলা যায় না, ভালোবাসা বলতে শুধু নর নারীর প্রেমথা না, এটা যে কারোর উপর ই হতে পারে, হতে পারে আপনার বাবা মা কিংবা ভাই বোনের উপর ও
এখন আসা যাক আসল কথায়, আবেগের কাছে বিবেক বোকা আর অর্থহীন এক জিনিস যেখানে সত্যিই বিবেককে তুচ্ছার্থ করতে একবারও ভেবে দেখেনা মানবসত্ত্বা।
ভালোবাসা টা দূর থেকেও করা যায়, লোক দেখিয়ে কিংবা মিস করি বলে বলে শুধু শুধু ভালোবাসার কষ্টটাই বাড়ে।
চেষ্টা করুন নিজেকে ব্যাস্ত রাখতে, নিজেকে ব্যাস্ত রাখুন সেই সময়টাতে যে সময়ে আপনার মনে জায়গা করে নেয় সেই প্রিয় মানুষটি।
ভুলে যেতে বলছি না, তবে এসময়টা এতটুকু দুরত্ব নিজ থেকেই করতে হবে যদিনা কষ্ট পেতে চান।
হয়তো ভাববেন যে তাকে ভুলে থাকার চেষ্টায় কিংবা মনকে ব্যাস্ত রাখার। চেষ্টায় হয়তো ভালোবাসাটাতেও কমতি পরবে,,,,,,
কিন্তু না, এটাতে বুঝতে পারবেন প্রকৃত ভালোবাসাকে জানতে পারবেন আবেগের শেষ সীমাকে,,,,
বিখ্যাত সব মুনিষী আর লাভারস দের সাথে একমত আমি নই কারণ আমার মনে হয় " আবেগে ইতিতেই ভালোবাসার সূচনা"
উত্তরের জন্য ধন্যাবার্থে Md Sakil Ahmed ভাই...আপনিও আপনার লেখা গল্প/কবিতা আমাদের ইমেইল করতে পারেন...আমাদের ইমেইল এড্রেস: dangerousforcebd@gmail.com
(NB: No copyright infringement available here)
Social Plugin
Social Widget