"মামলা থেকে নিষ্পত্তি পেলেন ভারতীয় সেলিব্রিটি"




খুব অল্প সময়ে ফিল্ম ইন্ডাস্ট্রি তে নিজের জায়গা করে নিয়েছিলেন ভারতের সেলিব্রিটি প্রিয়া ভ্যারিয়ার।তার চোখ মারার দৃশ্য দেখেনি এমন মানুষ কম ই আছে।আর এই চোখ  টিপুনি দিয়েই দিনি হয়েছিলেন বিশাল সেলিব্রিটি।কিন্তু ভারতের আইন অনুযায়ী এটা অপরাধ,,তাদের আইন অনুযায়ী তাদের কোন এ দেবতার সাথে অবমাননা হয় এই চোখ টিপুনিতে।



মামলা করা হয়েছিল প্রিয়া ভ্যারিয়ার এর বিরুদ্ধে,,আজ সে মামলার নিষ্পত্তি করে ভারতীয় আদালত।তারা জানান এই চোখ টিপুনি তেমন দণ্ডনীয় অপরাধ নয়,সুতারাং তারা সেই মামলার নিষ্পত্তি করেন।তারা আরো জানান ভবিষ্যতে এই চোখ টিপুনির জন্য হ্যানস্থ বা মামলা গ্রহণযোগ্য হবেনা।


News Desk
Published  By DF Team